মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবেন না : পানি সম্পদ উপমন্ত্রী

448

শরীয়তপুর, ৩০ ডিসেম্বর, ২০২০ (বাসস) : পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবেন না।’
তিনি বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার অতি দ্রুত সময়ের মধ্যে তালিকাভুক্ত গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর করবে।
আজ দুপুরে জেলার ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নের পাইককান্দি গ্রামে গৃহহীনদের ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পানি সম্পদ উপমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখান না, স্বপ্ন বাস্তবায়নেও কাজ করেন। আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়নে করোনা সংকটের মধ্যেও নিয়মিত কাজ করে যাচ্ছি।’
অনুষ্ঠানে আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল হাশেম মিয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক (আশ্রয়ন) মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো: জহিরুল ইসলাম, শরীয়তপুরের জেলা প্রশাসক মো: পারভেজ হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর-আল-নাসীফ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ কে এম এনামুল হক শামীমের মায়ের নামে প্রতিষ্ঠিত ‘বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশন’-এর উদ্যোগে সখিপুর থানায় ১৩জন গৃহহীনকে ঘর প্রদান করা হবে।
এ ছাড়াও ভেদরগঞ্জ উপজেলায় আশ্রয়ন প্রকল্পের আওয়তায় ৩৬০টি গৃহহীন পরিবারকে তালিকাভুক্ত করা হয়েছে।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, আশ্রয়ন প্রকল্পের ৩৬০টি ঘরের মধ্যে ১৭০টি ২০২১ সালের জানুয়ারি মাসের মধ্যে হস্তান্তর করা হবে। এর মধ্যে ২৫০টি ঘর নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে।