বাসস বিদেশ-৯ : ভারতে ৬ মাস বিরতির পর একদিনে সবচেয়ে কম করোনা সংক্রমণ

284

বাসস বিদেশ-৯
ভাইরাস-ভারত
ভারতে ৬ মাস বিরতির পর একদিনে সবচেয়ে কম করোনা সংক্রমণ
নয়াদিল্লী, ২৭ ডিসেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : ভারতে নতুন করে ১৮ হাজার ৭৩২ জন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা নিবন্ধিত হয়েছে। এ সংখ্যা প্রায় ছয় মাসের মধ্যে একদিনে সবচেয়ে কম করোনায় আক্রান্তের ঘটনা। দেশটিতে এখন পর্যন্ত ৯৭ লাখ ৬১ হাজার ৫৩৮ জন সুস্থ হয়ে ওঠায় সুস্থতার শতকরা হার দাঁড়িয়েছে ৯৫ দশমিক ৮২ শতাংশ। রোববার ইউনিয়ন স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা পিটিআই’র।
মন্ত্রণালয়ের সকাল ৮ টার নতুন আপডেটে বলা হয়েছে, দেশটিতে
করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ১,৪৭,৬২২ এবং ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে ২৭৯ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় নতুন করে মোট ১৮,৭৩২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর আগে ১ জুলাই সর্বশেষ এক দিনে ১৮,৬৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছিল। করোনায় আক্রান্ত হয়ে এই মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
তথ্যানুযায়ী দেশে সক্রিয় করোনাভাইরাস সংক্রমিতের সংখ্যা মোট ২,৭৮,৬৯০ জন।
এই ২৭৯ জন নতুন মৃত্যুর মধ্যে মহারাষ্ট্রে ৬০ জন, দিল্লিতে ২৩, পশ্চিমবঙ্গে ৩৩,
কেরালায় ২১, উত্তর প্রদেশে ১৪, উত্তরাখ-ে ১৩ এবং পাঞ্জাব ও ছত্তিশগড়ে ১২ জন করে মৃত্যুর কথা জানানো হয়েছে।
বাসস/ অনু-জেজেড/২১১০/কেএটি