ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়া

608

দামেস্ক, ২৫ ডিসেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলীয় হমা প্রদেশে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। বার্তা সংস্থা এসএএনএ এ খবর জানিয়েছে। খবর এএফপি’র।
এসএএনএ পরিবেশিত খবরে বলা হয়, ‘আমাদের প্রতিরক্ষা বাহিনী হমা প্রদেশের মসিয়াফ এলাকায় চালানো ইসরাইলের হামলা প্রতিহত করেছে।’
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে পরিবেশিত ভিডিও ফুটেজে বিমানবাহিনীকে ইসরাইলি হামলার জবাব দিতে দেখা যাচ্ছে।
এদিকে এএফপি’র সংবাদদাতারা জানান, হামলার স্বল্প সময় আগে ইসরাইলি যুদ্ধবিমানগুলোকে প্রতিবেশি দেশ লেবাননের আকাশ সীমায় চক্কর দিতে দেখা যায়।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা মসিয়াফে বিমান হামলার কথা জানিয়ে বলেছে, ইসরাইল এসব হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে বিস্তারিত আর কিছু উল্লেখ না করে ওই পর্যবেক্ষণ সংস্থা জানায়, সিরিয়ার সরকারি বাহিনী এবং ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর অবস্থান লক্ষ্যকরে এ হামলা চালানো হয়।
তবে এ হামলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে ইসরাইলের কোন মন্তব্য পাওয়া যায়নি। ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল সিরিয়ায় শত বার বিমান হামলা চালায়।