বাসস দেশ-৩৫ : যশোরে ২ কেজি ওজনের ২০টি সোনার বারসহ একজন আটক

463

বাসস দেশ-৩৫
বিজিবি-সোনা-উদ্ধার
যশোরে ২ কেজি ওজনের ২০টি সোনার বারসহ একজন আটক
ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২০ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা আজ যশোর জেলার সদর পৌর এলাকা হতে ২ দশমিক ৩৩৪ কেজি ওজনের ২০টি সোনার বারসহ একজনকে আটক করেছে।
আটককৃত সোনার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৬৩ লাখ ৩৮ হাজার টাকা। বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, আজ বিজিবি’র যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সহকারি পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে একটি দল যশোর পৌর পার্কের সামনে পাকা রাস্তার উপর হতে সন্দেহভাজন একজনকে আটক করে। তার দেহ তল্লাশি করে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৪ টি প্যাকেটে ২.৩৩৪ কেজি ওজনের ২০টি সোনার বার পাওয়া যায়।
আটককৃত মো. ইমাদুল হোসেন (২৬) একাধিকবার চোরাচালানের সাথে জড়িত বলে বিজিবি’র কাছে স্বীকার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
তাকে যশোর কোতয়ালী থানায় সোপর্দ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাসস/সবি/এফএইচ/২১২০/-কেএমকে