সামরিক অভ্যুত্থানের আশংকার পর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে : জাতিসংঘ মিশন

772

বাঙ্গুই, (সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্র), ২১ ডিসেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
জাতিসংঘ শান্তিরক্ষী মিশন রোববার একথা জানিয়েছে।
দেশটির নির্বাচনের এক সপ্তাহ আগে রাজধানী বাংঙ্গুইয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ বিভিন্ন পথ বিদ্রোহী বাহিনীর সদস্যরা ‘নিয়ন্ত্রণে নেয়ার’ দু’দিন পর এ কথা জানালো জাতিসংঘ শান্তিরক্ষী মিশন । খবর এএফপি’র।
সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কোইস বোজিজি’র সমর্থকরা সামরিক অভ্যুত্থানের চেষ্টা চালায়। সরকার এ প্রচেষ্টার নিন্দা জানিয়েছে। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী এমআইএনইউএসসিএ’র মুখপাত্র জানান, সশস্ত্র গ্রুপ ইয়ালোকি শহর ত্যাগ করেছে এবং সশস্ত্র সদস্যদের ঠেকাতে এমবাইকিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী পাঠানো হয়েছে। শনিবার সেখানে ব্যাপক যুদ্ধ হয়।
মুখপাত্র ভøাদিমির মন্টিরো জানান, বিদ্রোহীরা বোসেমবালা ও বোসেম্পতালার নিয়ন্ত্রণ হারিয়েছে। তিনি আরো জানান, বর্তমানে সেখানকার ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’