বাসস দেশ-২৪ : রোহিঙ্গা প্রত্যাবাসনের অগ্রগতি দেখতে মংদু পরিদর্শনে যান পররাষ্ট্রমন্ত্রী

632

বাসস দেশ-২৪
মাহমুদ আলী-রোহিঙ্গা
রোহিঙ্গা প্রত্যাবাসনের অগ্রগতি দেখতে মংদু পরিদর্শনে যান পররাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ১১ আগস্ট, ২০১৮ (বাসস) : পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর নেতৃত্বে বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া দেখার জন্য আজ মিয়ানমারের রাখাইন রাজ্যের মংদু শহরের আশপাশের কয়েকটি গ্রাম পরিদর্শন করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কয়েকজন সদস্য এ সময় তার সঙ্গে ছিলেন। প্রতিনিধিদলের সদস্যরা আজ দুপুরে মংদুর উদ্দেশে সিতুই ত্যাগ করেন।
মিয়ানমারের সমাজ কল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী উইন মায়াত অ্যাই বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন।
মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের পর গত বছর ২৫ আগস্ট থেকে রাখাইন রাজ্য থেকে ৭ লাখ ২০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে।
মাহমুদ আলী মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পর্কে আলোচনার জন্য মিয়ানমারের উদ্দেশে চারদিনের সফরে বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেন। তিনি ১৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
মিয়ানমার সরকারের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ছাড়াও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে রাখাইন রাজ্যে কি ধরনের পরিবেশ সৃষ্টি করা হয়েছে প্রতিনিধিদল তাও দেখবেন।
বাসস/টিএএন/অনুবাদ-শহক/২১০৮/রশিদ/-আসচৌ