বাসস দেশ-৪৪ : জাতীয় পার্টিই হচ্ছে বিকল্প শক্তি : জি.এম.কাদের

155

বাসস দেশ-৪৪
জাপা-মতবিনিময়-সভা
জাতীয় পার্টিই হচ্ছে বিকল্প শক্তি : জি.এম.কাদের
ঢাকা, ১৩ ডিসেম্বর, ২০২০ (বাসস) : জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম.কাদের বলেছেন, দেশের মানুষ জাতীয় পার্টির দিকে এক বুক প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। জাতীয় পার্টিই হচ্ছে বিকল্প শক্তি। আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক কমিটির এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফকরুল ইমাম এমপি’র সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু.প্রেসিডিয়াম সদস্য ক্বারী হাবিবুল্লাহ বেলালী, চেয়ারম্যানের উপদেষ্টা ডা. কে.আর. ইসলাম, এডভোকেট মোঃ লিয়াকত আলী খান প্রমুখ।
জি.এম.কাদের আরো বলেন, বিএনপি নেত্রী মুচলেকা দিয়ে জামিনে আছেন, নেতৃত্ব সংকট আছে দলটিতে। রাজনীতির মাঠে দাঁড়াতেই পারছেনা বিএনপি।
জাতীয় পার্টি টিকে আছে, সারাদেশেই জাতীয় পার্টির সমর্থক আছে। আগামী দিনে জাতীয় পার্টিই দেশের রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে আবির্ভূত হবে।
জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, বিএনপির রাজনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। আগামী দিনের রাজনীতিতে ভোট বিপ্লবের মাধ্যমে জাতীয় পার্টি রাজনীতির নিয়ন্ত্রক শক্তিতে পরিণত হবে। তাই দলকে আরো শক্তিশালী করতে হবে।
এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসে জাতীয় পার্টি ১৪ ডিসেম্বর সকাল ৮টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করবেন। ১৬ ডিসেম্বর সকাল ৭টায় জাতীয় পার্টি চেয়ারম্যান জি.এম. কাদের জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করবেন। এসময় তাঁর সাথে জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় সাংস্কৃতিক পার্টি আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাসস/সবি/এমএআর/২০২০/কেএমকে