বাসস দেশ-৪৯ : স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক মালেক কারাগারে

289

বাসস দেশ-৪৯
মালেক-কারাগার
স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক মালেক কারাগারে
ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২০ (বাসস) : অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক মামলায় স্বাস্থ্য অধিদফতরের বরখাস্তকৃত গাড়িচালক আবদুল মালেক ওরফে বাদলকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আজ রিমান্ড শেষে মালেককে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত সংস্থা র‌্যাব-১ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
এরআগে গত ১ ডিসেম্বর অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক মামলায় মালেকের দু’দিন করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ২০ সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগ এলাকা থেকে মালেককে গ্রেফতার করে র‌্যাব-১। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ বাংলাদেশি জাল নোট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় র‌্যাব-১ এর পুলিশ পরিদর্শক আলমগীর হোসেন বাদি হয়ে মামলা দু’টি করেন। পরদিন আদালত মালেকের দু’মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর গত ৫ অক্টোবর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
বাসস/সংবাদদাতা/এফএইচ/২২১২/এবিএইচ