বাসস দেশ-৪১ : বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দের

275

বাসস দেশ-৪১
জেপিসি-বিবৃতি
বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দের
ঢাকা, ৫ ডিসেম্বর, ২০২০ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ।
আজ শনিবার এক যুক্ত বিবৃতিতে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বিবৃতিতে তারা ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধিতাকারীরা রাজনৈতিক স্বার্থে ধর্মের মনগড়া অপব্যাখ্যা দিচ্ছে। তারাই ১৯৭১ সালে পবিত্র ইসলাম ধর্মকে স্বাধীনতার বিপক্ষে দাঁড় করিয়েছিল। এখন বাংলাদেশ রাষ্ট্র-সংবিধান-জাতীয় ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি-সভ্যতার বিরুদ্ধে দাঁড় করাচ্ছে।
প্রেসক্লাব নেতৃবৃন্দ এক শ্রেণীর মানুষ কর্তৃক অশান্তি সৃষ্টির রাজনীতির বিরুদ্ধে শান্তি প্রিয় মানুষ ও রাজনৈতিক-সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বাসস/সবি/এমএআর/২৩২০/-এবিএইচ