বাসস দেশ-৪০ : জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে নোয়াখালী ও সাতক্ষীরায় মানববন্ধন

261

বাসস দেশ-৪০
মানববন্ধন-নোয়াখালী-সাতক্ষীরা
জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে নোয়াখালী ও সাতক্ষীরায় মানববন্ধন
ঢাকা, ৫ ডিসেম্বর ২০২০ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে আজ শনিবার নোয়াখালী ও সাতক্ষীরায় আজ মানববন্ধনের আয়োজন করা হয়।
বাসস-এর নোয়াখালী সংবাদদাতা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে আজ শনিবার বিকাল সাড়ে ৪টায় সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালী শাখার উদ্যোগে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কবি, শিল্পী ও সংস্কৃতি কর্মীদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সমাবেশে জাতীয় কবিতা পরিষদ নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আরমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিমেলেন্দু মজুমদার ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন প্রমুখসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বাসস-এর সাতক্ষীরা সংবাদদাতা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা ও নারী বিদ্বেষী প্রচারণা বন্ধের দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মানববন্ধন কর্মসুচি পালন করেছে। শনিবার বেলা ১২টায় জেলা শহরের পাকাপুলের উপর এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জেলা জাসদ-এর সভাপতি ওবায়দুস সুলতান বাবলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম আব্দুল আলিম-সহ দলীয় নেতৃবৃন্দ।
বাসস/এনডি/সংবাদদাতা/২১৫০/এমকে