বাসস দেশ-৩১ : ভারতীয় বিমান যাত্রীর কাছ থেকে ৬ কোটি ১৫ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

641

বাসস দেশ-৩১
স্বর্ণ-বিমান
ভারতীয় বিমান যাত্রীর কাছ থেকে ৬ কোটি ১৫ লাখ টাকার স্বর্ণ উদ্ধার
ঢাকা, ৯ আগস্ট, ২০১৮ (বাসস) : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ভারতীয় এক বিমান যাত্রীর কাছ থেকে ৬ কোটি ১৫ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
ঢাকা কাস্টম হাউসের উপ-পরিচালক অথেলো চৌধুরী জানান, প্রায় ১২ কেজি ৩০০ গ্রাম ওজনের ২২টি স্বর্ণের বারসহ ভারতীয় এক নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন টিমের সদস্যরা। এর বাজার মূল্য প্রায় ৬ কোটি ১৫ লাখ টাকা।
তিনি বলেন, বুধবার রাত সোয়া ১টার দিকে বিমান বন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ব্যাংকক থেকে থাই এয়ারলাইন্স (টিজি-৩৩৯) নম্বরের ফ্লাইটের সন্দেহভাজন এক যাত্রী আরশাদ আয়াজ আহমেদকে কাস্টমস কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করে। পরে তার দেহ তল্লাশি করে ২২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এই ২২টি স্বর্ণের বার তার কোমরে সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ১২ কেজি ৩০০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৬ কোটি ১৫ লাখ টাকা।
আটক আরশাদ আয়াজ আহমেদের বাড়ি ভারতের কলকাতায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।
বাসস/সংবাদদাতা/এমএআর/২২১৫/-এবিএইচ