বাসস দেশ-২৭ : শত মিথ্যাচারেও অম্লান বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ আর শেখ হাসিনার উন্নয়ন : তথ্যমন্ত্রী

365

বাসস দেশ-২৭
তথ্যমন্ত্রী-সাংবাদিক কমান্ড
শত মিথ্যাচারেও অম্লান বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ আর শেখ হাসিনার উন্নয়ন : তথ্যমন্ত্রী
ঢাকা, ৯ আগস্ট, ২০১৮ (বাসস) : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘মিথ্যাচার ও গুজব রটনার কারখানা বিএনপি-রাজাকার-জঙ্গি মুক্তিযুদ্ধের বিজয় ঠেকাতে এবং বঙ্গবন্ধুকে খাটো করতে পারেনি। শেখ হাসিনার বিস্ময়কর উন্নয়ন অভিযাত্রাও তারা বন্ধ করতে পারবে না।’
তিনি বলেন, ‘দেশে আজ গণতন্ত্র ও গণমাধ্যম ঘনিষ্ঠভাবে সত্যের পক্ষে দাঁড়িয়েছে, গুজব মিথ্যাচারের ফানুস ধ্বংস করেছে।’
তথ্যমন্ত্রী আজ রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
তিনি বলেন, ‘সত্তরের নির্বাচনের আগে মিথ্যাচার করা হয়েছিলো যে, বঙ্গবন্ধু ইসলামী বিদ্বেষী ও অত্যাচারী। কিন্তু কোনো লাভ হয়নি। কেননা, এসব মিথ্যাচার কাটিয়ে দেশের জনগণ ৭০’র নির্বাচনে বঙ্গবন্ধুকে বিজয়ী করেছিল। তারই ডাকে একাত্তরে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল।’
‘বর্তমানে সময়েও মিথ্যাচার চলছে’ উল্লেখ করে ইনু বলেন, ‘পাকিস্তানের দোসর বিএনপি-জামাত কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে বিভিন্ন ধরনের মিথ্যাচার করেছে এবং গুজব রটিয়েছে। কিন্তু লাভ হয়নি। শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে ক্লাসে ফিরে গেছে।’
মুক্তিযোদ্ধা সাংবাদিকদের উদ্দেশ্যে ইনু বলেন, ‘সাংবাদিকরা সত্য প্রকাশ করেছিলো বলে যুদ্ধে দেশ স্বাধীন হয়েছে। আজও আপনারা যদি সত্যের পক্ষে থাকেন তাহলে পাকিস্তানের দোসরা অপপ্রচার প্রতিষ্ঠিত করতে পারবে না।’
তথ্যমন্ত্রী বলেন, ‘মনে রাখবেন, শেখ হাসিনা আপনজনের ১৭ লাশ কাঁধে নিয়ে দেশের জন্য কাজ করেছেন।’
মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড সভাপতি শামসুদ্দীন আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এবং আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ভূঁইয়াও বক্তৃতা করেন।
বাসস /সবি/কেসি/২০০০/এবিএইচ