বাসস দেশ-৪০ : চট্টগ্রামে ২০২টি চোরাই মোবাইলসহ ১১জন গ্রেফতার

162

বাসস দেশ-৪০
অভিযান-গ্রেফতার
চট্টগ্রামে ২০২টি চোরাই মোবাইলসহ ১১জন গ্রেফতার
চট্টগ্রাম, ৩ ডিসেম্বর, ২০২০ (বাসস) : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পুরাতন রেল স্টেশনসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মোবাইল চুরি, ছিনতাইকারী ও চোরাই মোবাইল বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. ফজলুল করিম (৩৫), মো. শাহ আলম (৩০), মহিউদ্দিন (২৭), ইয়াকুব হোসেন সাইমুন (১৯), রাজিব হোসেন (২৭), মো. সাজ্জাদ (২২), মিজানুর রহমান রাকিব (২০), মো. শাহাদাত (২২), শাকিল (২৪), দুলাল (২০) এবং রবিন (২৩)। এসময় তাদের কাছ থেকে ২০২টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।
নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ জোন) পলাশ কান্তি নাথ জানিয়েছেন, বুধবার রাত থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। এসময় কোতোয়ালী জোনের এসি নোবেল চাকমা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন উপস্থিত ছিলেন।
পলাশ কান্তি নাথ সংবাদ সম্মেলনে জানান, মোবাইল চুরি, ছিনতাইকারী ও চোরাই মোবাইল বিক্রির সাথে জড়িত একটি চক্রের সন্ধান পায় পুলিশ। এরই ধারাবাহিকতায় তাদের গ্রেফতার করা হয়।
বাসস/জিই/ কেএস/এমএমবি/২০৩০/এএএ