বাসস দেশ-৪৭ : মৃণাল কান্তি দাস ও সাগুফতা ইয়াসমিন এমিলির করোনা শনাক্ত, হাসপাতালে ভর্তি

296

বাসস দেশ-৪৭
মৃণাল-করোনা
মৃণাল কান্তি দাস ও সাগুফতা ইয়াসমিন এমিলির করোনা শনাক্ত, হাসপাতালে ভর্তি
মুন্সীগঞ্জ, ২ ডিসেম্বর ,২০২০ (বাসস) : মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার রাতে তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার মুন্সীগঞ্জে দিনভর নানা অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকায় ফিরেন। তাঁর শরীরে করোনা উপসর্গ দেখা দেয়ায় করোনা পরীক্ষা করেন। একই সাথে মুন্সীগঞ্জে মঙ্গলবার একাধিক অনুষ্ঠান থাকলেও তা স্থগিত করেন। পরবর্তীতে তাঁর করোনা পজেটিভ রিপোর্ট আসে।
সপ্তাহ খানেক আগে তাঁর স্ত্রীর করোনা শনাক্ত হয়। তিনিও রাজধানী ঢাকার ধানমন্ডির বাসভবনে চিকিৎসাধীন। পরে সকলের পরামর্শে স্বামী-স্ত্রী দুজনই বুধবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃণাল কান্তি দাস রাতে জানান, তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, সুস্থ আছেন। সকলের কাছে দোয়া চেয়েছেন।
এদিকে জাতীয় সংসদের সাবেক হুইপ মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলিরও মঙ্গলবার করোনা শনাক্ত হয়। তিনি মঙ্গলবারই ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর এপিএস নাসিরেরও করোনা শনাক্ত হয়েছে। সাগুফতা ইয়াসমিন এমিলি ধারনা করছেন, অফিসে বসে কাজ করার সময় এই এপিএস কাগজপত্র স্বাক্ষর করিয়েছেন তখনই হয়তো সংক্রমিত হয়েছেন। তিনিও সুস্থ আছেন। সকলের দোয়া কামনা করেছেন।
বাসস/সংবাদদাতা/কেসি/২১৪৫/এবিএইচ