বাসস দেশ-২৯ : সারাদেশে শেষ রাত থেকে কুয়াশা পড়তে পারে

318

বাসস দেশ-২৯
আবহাওয়া-পূর্বাভাস
সারাদেশে শেষ রাত থেকে কুয়াশা পড়তে পারে
ঢাকা, ১ ডিসেম্বর, ২০২০ (বাসস) : সারাদেশে শেষ রাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
আজ রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না।
এদিকে, সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী দুইদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ও ঘণীভূত হয়ে প্রথমে নিম্নচাপ ও পরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে আসতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বড় একটি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
ঢাকায় আগামীকাল সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১১ মিনিটে এবং সূর্যোদয় ভোর ৬ টা ২৫ মিনিটে।
বাসস/সবি/এসএস/২২১৩/এবিএইচ