চট্টগ্রামে ২২১ভরি ওজনের ১৪টি স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক

283

চট্টগ্রাম, ২৮ নভেম্বর ২০২০(বাসস) : চট্টগ্রাম থেকে পাচারের সময় ২২১ ভরি ওজনের ১৪টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।
উত্তম সেন নামে আটক ওই ব্যক্তি পটিয়ার ব্রাহ্মণঘাটা সেনবাড়ীর মৃত মানিক সেনের পুত্র।
পুলিশ জানায়, আটক স্বর্ণবারের বাজারমূল্য প্রায় এক কোটি ৪৪ লাখ টাকা। অবৈধ এসব স্বর্ণের প্রকৃত মালিক হাজারী গলির এসএন শিল্পালয়ের স্বত্ত্বাধিকারী সনজিত ধর।
সনজিত পটিয়ার গোবিন্দারখীল রাখাল বাবুর বাড়ির শিবু ধরের ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, পিএসআই মো. আব্দুল্লাহ’র নেতৃত্বে পুলিশের একটি টিম নতুন রেল স্টেশনের প্রবেশমুখে চেকপোস্টে ডিউটি করছিল। বিকেল পৌনে পাঁচটায় উত্তম সেন (৩৫) ওই পথ দিয়ে যাওয়ার সময় পুলিশের কাছে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদে উত্তম জানায় তার কাছে স্বর্ণেরবার আছে। পুলিশ তল্লাশি চালিয়ে কালো রংয়ের স্কচটেপ দিয়ে মোড়ানো চৌদ্দটি স্বর্ণেরবার তার প্যান্টের ভেতর সেলাই করা পকেট থেকে উদ্ধার করে।
ওসি বলেন, উত্তম এই স্বর্ণেরবারগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলো। এসব স্বর্ণের মালিক সনজিত ধর (৩৮) নামে এক ব্যক্তি।
উত্তম ও সনজিতের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা হয়েছে। আটককৃত আসামিকে আজ বিকেলে আদালতে পাঠানো হয়েছে। সনজিতকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।