বাসস দেশ-৩৮ : ঘূর্ণিঝড় ‘নিভার’ উত্তরপশ্চিম দিকে এগিয়ে দুর্বল হয়ে যেতে পারে

265

বাসস দেশ-৩৮
আবহাওয়া-পূর্বাভাস
ঘূর্ণিঝড় ‘নিভার’ উত্তরপশ্চিম দিকে এগিয়ে দুর্বল হয়ে যেতে পারে
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২০(বাসস) : ঘূর্ণিঝড় ‘নিভার’ আরো উত্তরপশ্চিম দিকে এগিয়ে তা ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।
এর প্রভাবে দেশের সব সমুদ্রবন্দরকে আবহাওয়া অধিদফতরের পরবর্তী নির্দেশনা সাবধানতার সাথে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।
আজ আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘নিভার’ তামিলনাড়– -পুডুচেরী উপকূল অতিক্রম করে বর্তমানে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে উপকূলীয় এলাকায় অবস্থান করছে। সকাল ৬ টায় প্রবল ঘূর্ণিঝড় আকারে উপকূলীয় তামিলনাড়– এলাকায় অবস্থান করছিল।
প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৮৯ কিলোমিটার যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর উত্তাপ রয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে ।
এদিকে আজ সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজার ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে বলা হয়,আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
পরবর্তী ৭২ ঘন্টায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
বাসস/সবি/এসএস/২২৪০/এবিএইচ