ভোলায় ২০ হাজার মাস্ক বিতরণ করা হচ্ছে

196

ভোলা, ২৬ নভেম্বর, ২০২০ (বাসস) : জেলায় করোনা সংক্রামণ প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার মাস্ক বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে প্রশাসন ৫ হাজার মাস্ক বিতরণ করেছে। চলতি শীত মৌসুমে করোনার বিস্তার ঠেকাতে খুব শিগ্রই ১৫ হাজার মাস্ক বিতরণ শুরু করা হবে। বিশেষ করে গরীব মানুষ যাদের মুখে মাস্ক নেই তাদেরকেই মূলত এসব মাস্ক দেয়া হবে। জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক আজ বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছে।
জেলা প্রশাসক জানান, ইতোমধ্যে আমরা সাধারণ মানুষজনের জন্য ১৫ হাজার মাস্ক ক্রয় করেছি। অল্প দিনের মধ্যে তা বিতরণ হবে। প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে শুধু জেল-জরিমানাই করছে তা নয়, যাদের মাস্ক নেই তাদের মাস্ক দিচ্ছে। মানুষকে বোঝাচ্ছে করোনার মধ্যে ঘর থেকে বেড় হলে অবশ্যই মাস্ক পড়তে হবে।
তিনি জানান, জেলার সকল দপ্তর থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়েও পর্যন্ত মাস্ক ব্যবহার করে সেবা নিতে হচ্ছে। সর্বস্থানে বলা আছে মাস্ক না থাকলে সেবা দেওয়া হবেনা। এছাড়া লঞ্চ,বাসসহ অনান্য পরিবহনে নো মাস্ক নো সার্ভিস নিশ্চিত করা হচ্ছে।