তেঁতুলিয়া নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে এক মাস করে কারাদন্ড

515

ভোলা, ২৩ নভেম্বর, ২০২০ (বাসস) : জেলার উপজেলা সদরের তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তলনের দায়ে ৪ জনকে এক মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আবু আবদুল্লাহ খান এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো আব্দুর রব (৫০),মো :হারুন (২৭),মো: নয়ন (২২), মো: শাহাবুদ্দিন (৩৮)। তাদের বাড়ী চর পাঙ্গাসিয়া ও বাঘার হাওলা এলাকায় । এর আগে সন্ধ্যায় তাদেরকে বালু উত্তোলনের দায়ে আটক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো: আবু আবদুল্লাহ খান জানান, একটি চক্র নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো। খবর পেয়ে পুলিশ নিয়ে স্প্রীডবোটযোগে অভিযানে নামি আমরা। পরে তাদের ধাওয়া করে আটক করা হয়। এসময় একটি বল্কগেড ও ড্রেজার মেশিন জব্দ করা হয়। আটক দের এক মাস করে জেল দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।