জাতীয় সংসদে দু’টি বিল পাস

749

ঢাকা, ১৬ নভেম্বর ২০২০(বাসস) : জাতীয় সংসদে আজ সামুদ্রিক মৎস্য (মেরিন ফিসারিজ) বিল, ২০২০ সহ দুটি বিল সংশোধিত আকারে পাস করা হয়েছে। বিল দুটি পাসের প্রস্তাব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী স ম রেজাউল করিম। পাস করা দ্বিতীয় বিলটি হচ্ছে মৎস্য ও মৎস্যপণ্য পরিদশর্ন ও মাননিয়ন্ত্রণ বিল, ২০২০।
প্রথম বিলে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণ সম্পর্কিত যুগোপযোগী ও কার্যকর বিধান করা হয়েছে। বিলের বিধান লংঘনজনিত বিভিন্ন অপরাধের জন্য সর্বোচ্চ ২৫ লাখ টাকা থেকে বিভিন্ন অংকের অর্থ জরিমানা এবং বিভিন্ন মেয়াদে কাররাদন্ডের বিধান করা হয়েছে।
দ্বিতীয় বিলটিতে মৎস্য উৎপাদন, চাষ, মৎস্য প্রক্রিয়াকরনসহ এসংশ্লিষ্ট প্রয়োজনীয় সব বিধান করা হয়েছে।
বিল দু’টির ওপর বিরোধী দলের কয়েকজন সদস্য জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে কয়েকটি সংশোধন গ্রহণ করা হয়। বাকী প্রস্তাবগুলো কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।