হবিগঞ্জে দুই পাখি বিক্রেতার কারাদন্ড

307

হবিগঞ্জ, ১৩ নভেম্বর ২০২০ (বাসস) : জেলায় আজ আজমিরীগঞ্জ উপজেলার গড়াহাটি ও নোয়াগড় এলাকায় আটক দুই পাখি বিক্রেতাকে পনের দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
আজ শুক্রবার সকালে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্র্র্তা মতিউর রহমান খান ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন।
দন্ডিত দুই পাখি বিক্রেতা হলেন আজমিরীগঞ্জ উপজেলার গড়াহাটি গ্রামের জোনাব আলীর পুত্র আলমগীর মিয়া (২৩) ও একই উপজেলার জলসুখা গ্রামের ফুরুক মিয়ার পুত্র লুতু মিয়া।
অভিযানকালে ১২টি পাখি জব্দ করে হাওর এলাকায় অবমুক্ত করা হয়।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্র্র্তা মতিউর রহমান খান জানান, দন্ডিত ব্যাক্তিদ্বয় নিজেরাই পাখি শিকার করে বিক্রি করার সময় ছদ্মবেশে ক্রেতা সেজে তাদেরকে আটক করা হয়। পরে বন্য প্রাণী (সংরক্ষণ) আইন, ২০১২ অনুসারে তাদেরকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।