বাসস দেশ-৪২ : নদ ও নদীতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে

269

বাসস দেশ-৪২
নদ নদী-কুয়াশা
নদ ও নদীতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে
ঢাকা,১১ নভেম্বর,২০২০(বাসস) : দেশের নদ ও নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এতে বলা হয়েছে, আজ রাত ২ টা থেকে পরবর্তী ৬ -৮ ঘণ্টার মধ্যে কুয়াশার কারণে দৃষ্টিসীমা ১০০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌঁ-যানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না।
আজ রাত সাড়ে ৯ টা থেকে আগামীকাল সকাল ৯ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
বাসস/সবি/এসএস/২৩৫০/এবিএইচ