ঢাবিতে প্লেজিয়ারিজম : ইথিক্যাল আসপেক্টস এন্ড রেমেডি ইন হাইয়ার এডুকেশন’ শীর্ষক কর্মশালা

392

ঢাকা, ১০ নভেম্বর, ২০২০ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের জন্য ‘প্লেজিয়ারিজম: ইথিক্যাল আসপেক্টস এন্ড রেমেডি ইন হাইয়ার এডুকেশন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার অফ এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং-এর উদ্যোগে সোমবার ভার্চুয়ালি আয়োজিত কর্মশালায় স্বাগত বক্তৃতা করেন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান।
এতে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনিরুল ইসলাম খান, আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান এবং তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এস এম জাবেদ আহমদ যথাক্রমে ‘ইন ডেপ্থ লুক অব প্লেজিয়ারিজম,’ ইথিক্যাল আসপেক্টস অব প্লেজিয়ারিজম এবং স্ক্রিনিং টেকনিক অব প্লেজিয়ারিজম’ বিষয়ে আলোচনা করেন। এসময় সেন্টারের অতিরিক্ত পরিচালক ড. এ.টি.এম. সামছুজ্জোহা উপস্থিত অংশ নেন।
সেন্টার অফ এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ধারাবাহিকভাবে কর্মশালার আয়োজন করে আসছে।