গুয়েতেমালায় ১৫০ জন মারা গেছে কিংবা নিখোঁজ রয়েছে

280

গুয়েতেমালা সিটি,৭ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): গুয়েতেমালায় শক্তিশালী ঝড় ইটার প্রভাবে সৃষ্ট ভূমিধসে প্রায় দেড়শ লোক হয় মারা গেছে না হয় নিখোঁজ রয়েছে। ভূমিধসে পুরো একটি গ্রাম কাদামাটির নিচে চাপা পড়েছে। প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়ামাত্তেই শুক্রবার এ খবর জানান।
এদিকে মঙ্গলবার হারিকেন হিসেবে ইটা নিকারাগুয়ায় আঘাত হানার পর মধ্য আমেরিকায় আরো ২০ জনের প্রাণহানি ঘটেছে।
গিয়ামাত্তেই জানান, কুয়েজার উত্তরাঞ্চলীয় ওই গ্রামে উদ্ধার কার্যক্রম শুরু করতে সেনা ইউনিট পৌঁছেছে।
তিনি বলেন, সেনাবাহিনীর দেয়া প্রাথমিক খবর থেকে জানা গেছে ১শ লোক সহ দেড়শো বাড়ি মাটির নিচে চাপা পড়েছে।
এছাড়া মেক্সিকো সীমান্তবর্তী উত্তর পূর্বাঞ্চলে অপর একটি ভূমিধসে ১০ জন মারা গেছে।
গিয়ামাত্তেই বলেন, আমরা দেখেছি মারা যাওয়া এবং নিখোঁজ সব মিলিয়ে বেসরকারি হিসেবে এ সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দেড়শো।
তিনি জানান, কুয়েজার পরিস্থিতি খুবই জটিল। সেখানে অব্যাহত বৃষ্টি হচ্ছে। ফলে আরো ভূমিধসের আশংকা করা হচ্ছে। রাস্তাঘাট এখনও বন্ধ রয়েছে।
ইটা মঙ্গলবার চার ক্যাটাগরির হারিকেন হিসেবে প্রথমে নিকারাগুয়ায় আঘাত হানলেও এটি পরে পুরো মধ্য আমেরিকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।