বাজিস-৭ : সাতক্ষীরায় কৃষক প্রশিক্ষন ও লবন সহনশীল ‘ব্রি’ ধানের বীজ বিতরণ

212

বাজিস-৭
সাতক্ষীরা-প্রশিক্ষণ
সাতক্ষীরায় কৃষক প্রশিক্ষন ও লবন সহনশীল ‘ব্রি’ ধানের বীজ বিতরণ
সাতক্ষীরা, ৬ নভেম্বর ২০২০ (বাসস) : জেলায় আজ পরিবেশ সম্মত উপায়ে ধানচাষে উদ্বুদ্ধকরনের লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ এবং লবন সহনশীল ‘ব্রি’ ধানের বীজ বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার জেলার বিনেরপোতায় ‘ব্রি’ আঞ্চলিক কার্যালয়ের হলরুমে বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট (ব্রি)-এর মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
‘ক্লাইমেট চেঞ্জ, এগ্রিকালচার এন্ড ফুড সিকিউরিটি’ শীর্ষক প্রকল্পের অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- প্রকল্পটির প্রধান গবেষক ও ব্রি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম।
সাতক্ষীরায় ‘ব্রি’ ফার্মের ব্যবস্থাপক অসীম কুমার বিশ্বাসের সঞ্চালনায় ও জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এস এম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রি’র ধানভিত্তিক খামার বিন্যাস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইব্রাহিম।
প্রশিক্ষনে পঁচিশজন কৃষক ও স্থানীয় জনপ্রতিনিধি অংশগ্রহন করেন।
প্রশিক্ষন শেষে তাদের মাঝে বিনামূল্যে লবন সহনশীল ‘ব্রি ধান-৬৭’র বীজ বিতরণ করা হয়।
বাসস/সংবাদদাতা/২০২৩/এমকে