বাসস বিদেশ-৭ : মালদ্বীপে কোভিড-১৯ ঝুঁকির কারণে জরুরি স্বাস্থ্যাবস্থা ৫ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত

216

বাসস বিদেশ-৭
মালদ্বীপ- স্বাস্থ্য
মালদ্বীপে কোভিড-১৯ ঝুঁকির কারণে জরুরি স্বাস্থ্যাবস্থা ৫ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত
মালে, ৬ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : কোভিড-১৯ মহামারীর কারণে মালদ্বীপের রাষ্ট্রীয় জরুরি জনস্বাস্থাবস্থা ৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর সিনহুয়া’র।
রাষ্ট্রীয় বার্তাসংস্থা পিএসএম নিউজ, স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে জানিয়েছে যে কোভিড-১৯-এর চলমান ঝুঁকির কারণে প্রাথমিকভাবে ১২ মার্চ পর্যন্ত ঘোষিত জরুরি জনস্বাস্থ্যাবস্থা ৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
স্বাস্থ্য নিরাপত্তা সংস্থার (এইচপিএ) জানায়, বৃহস্পতিবার দেশটিতে কোভিড-১৯-এ মোট ৭১ জন নতুন সংক্রমনের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এতে করে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৮৯৩ জনে উন্নীত হয়েছে।
এইচপিএ-এর তথ্য অনুসারে, সেখানে মোট ১১,০১০ জন কোভিড-১৯ আক্রান্ত পুরোপুরি সুস্থ হয়েছেন ও এখন পর্যন্ত ৩৮ জন মারা গেছেন।
বাসস/অনু-জেজেড/২০১০/-এইচএন