বাসস দেশ-৩০ : গুজব ছড়ানোর দায়ে গ্রেফতারকৃত তিনজনের ৫ দিন রিমান্ড মঞ্জুর

391

বাসস দেশ-৩০
মামলা-রিমান্ড
গুজব ছড়ানোর দায়ে গ্রেফতারকৃত তিনজনের ৫ দিন রিমান্ড মঞ্জুর
ঢাকা, ৬ আগস্ট, ২০১৮ (বাসস) : সোস্যাল মিডিয়ায় বিভিন্ন অ্যাপস ব্যবহার করে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতারকৃত মো. আলমগীর হোসেন,মাহবুবুর রহমান ও সাইদুল ইসলামকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রমনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক নিশাত জাহান বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন,আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত উস্কানিমূলক লেখা, পোস্ট, ফটো ও ভিডিওর মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে এএসআই মো: ইয়াছিন মিয়া বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে গত ২ আগস্ট রমনা মডেল থানায় মামলা দায়ের করেন।
এদিকে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও কুমিল্লার মিলহানুর নওমির বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।মামলা নম্বর-১১।মামলাটি গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।
বাসস/এএসজি/এমএমবি/২১০০/এবিএইচ