লক্ষ্মীপুরে মোটরসাইকেল আরোহীদের মাঝে বিনামূল্যে হ্যালমেট বিতরণ

454

লক্ষ্মীপুর, ৬ আগস্ট ২০১৮ (বাসস) : জেলায় ব্যক্তিগত উদ্যোগে মোটর সাইকেল আরোহীদের মাঝে বিনামূল্যে হ্যালমেট বিতরণ করেছেন পুলিশ সুপার। ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেলের সকল কাগজপত্র পরিপূর্ণ আছে কিন্তু হ্যালমেট নেই এমন আরোহীদের মাঝে হ্যালমেট বিতরণ করা হয়।
ট্রাফিক সাপ্তাহ উপলক্ষে সোমবার দুপুরে শহরের ঝুমুর ট্রাফিক পুলিশ চেকপোস্টে ১০ জন মোটরসাইকেল আরোহীকে হ্যালমেট পরিয়ে দেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাব্বির রহমান সানি।
এছাড়াও যেসব মোটরসাইকেলের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র এবং মোটরসাইকেল আরোহীর ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়নি তাদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মামলা ও জরিমানা করা হয়।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন বাসসকে বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ চেকপোস্টে যেসব মোটরসাইকেল আরোহীদের কাছে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া গেছে কিন্তু হ্যালমেট নেই এমন আরোহীদের মাঝে হ্যালমেট বিতরণ করা হয়।