বাজিস-৯ : ফেনীতে তিনটি করাতকলকে জরিমানা

118

বাজিস-৯
ফেনী- জরিমানা
ফেনীতে তিনটি করাতকলকে জরিমানা
ফেনী, ২ নভেম্বর ২০২০ (বাসস): জেলা সদওে অবৈধভাবে সড়কের জায়গা দখল করে গাছ রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে তিনটি করাতকলকে এগারহাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দুপুর একটার দিকে জেলা শহরের আলিমউদ্দিন রোড এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রজত বিশ্বাস এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানকালে দেখা যায় মৌলভী ইব্রাহিম সড়ক ও আলিমউদ্দিন রোড এলাকায় একাধিক কাঠ ও করাতকল অবৈধভাবে সড়কের পাশে গাছ রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। তাই করাতকল আইন ২০১২ এবং সড়ক আইন অনুসারে আবুল খায়ের স’মিলকে পাঁচহাজারটাকা, গিয়াসউদ্দিন টিম্বার ট্রেডার্স এন্ড স’মিলকে তিনহাজার টাকা, মিনার টিম্বার এন্ড স’মিলকে তিনহাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।
অভিযানকালে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের কর্মকর্তাবৃন্দসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৮৫৭/এমকে