বাসস দেশ-৫ : ব্রহ্মপুত্র-যমুনা ছাড়া প্রধান নদ নদীর পানি কমছে

100

বাসস দেশ-৫
নদ নদী-পরিস্থিতি
ব্রহ্মপুত্র-যমুনা ছাড়া প্রধান নদ নদীর পানি কমছে
ঢাকা, ২৮ অক্টোবর, ২০২০(বাসস): ব্রহ্মপুত্র-যমুনা ছাড়া দেশের প্রধান নদ নদীর পানি কমছে, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সব নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পর্যবেক্ষণাধীন ১০১টি পানি সমতল ষ্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ১৮টির, হ্রাস পেয়েছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টির।
বাসস/সবি/এসএস/১৩৫০/-আসাচৌ