বাসস দেশ-২৯ : যাত্রাবাড়িতে ১৪ জন মৎস্য ব্যবসায়িকে প্রায় ৬ লাখ টাকা জরিমানা

187

বাসস দেশ-২৯
র‌্যাব-জরিমানা
যাত্রাবাড়িতে ১৪ জন মৎস্য ব্যবসায়িকে প্রায় ৬ লাখ টাকা জরিমানা
ঢাকা, ২৭ অক্টোবর, ২০২০ (বাসস): রাজধানীর যাত্রাবাড়ি মৎস্য আড়তে অভিযান চালিয়ে ক্ষতিকর রাসায়নিক জেলি যুক্ত ২ হাজার ২৮০ কেজি চিংড়ি ধ্বংস এবং ১৪ জন মৎস্য ব্যবসায়িকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-১০ এর ভ্রাম্যমান আদালত।
এলিট ফোর্স র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুর রহমান আজ মঙ্গলবার বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ি মৎস্য আড়তে অভিযান চালিয়ে মানব দেহের জন্য ক্ষতিকর রাসায়ানিক জেলি যুক্ত চিংড়ি বিক্রি করায় তাদেরকে এই জরিমানা করা হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ এবং র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে একটি ভ্রামমান আদালত পরিচালনা করা হয় ।
অভিযানকালে ১৪ জন মৎস্য ব্যবসায়িকে নগদ ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ব্যবসায়ি শেখ আলমগীর কবির, মো. মাসুদ আলম মোল্লা ও মো: বোরহান শেখকে ৪০ হাজার টাকা করে এবং আবুল কালাম শেখ, মোহাম্মদ ইমরান হোসেন, আলী আহমদ, মতিউর রহমান, মো. সেলিম,মো. শাহিন, শামীম ও রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া মোহাম্মদ ফিরোজ, কছুল ও মো. মনির হোসেনকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/২০৪০/-শআ