বাসস বিদেশ-১০ : মিয়ানমারে সাধারণ নির্বাচনের জন্য স্থানীয় আগাম ভোট গ্রহণ শুরু

205

বাসস বিদেশ-১০
মিায়ানমার-নির্বাচন
মিয়ানমারে সাধারণ নির্বাচনের জন্য স্থানীয় আগাম ভোট গ্রহণ শুরু
ইয়াঙ্গুন, ২৫ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক) : মিয়ানমারে সাধারণ নির্বাচনের জন্য রোববার ১৪ দিনের স্থানীয় আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে।
শনিবার রাতে ইউনিয়ন নির্বাচন কমিশন (ইউইসি)-এর এক রিলিজে জানানো হয়, ৬০ বা তদোর্ধ্ব বয়সের প্রবীণ ব্যক্তি যারা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা থেকে দূরে বা কোভিড -১৯-ও কারণে কোয়ারেন্টিনে থাকায় সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ফিরে আসতে পারছেন তারা না ৭ নভেম্বর পর্যন্ত আগাম ভোট দিতে পারবেন।
ঘোষণাটিতে বলা হয় সংশ্লিষ্ট ওয়ার্ড বা গ্রাম-ট্র্যাক্ট নির্বাচন উপ-কমিশনগুলো ৬০ বছর বা তার বেশি বয়সের ব্যক্তিদের আগাম ভোটের ব্যবস্থা করবে এবং মহামারীজনিত কারণে স্টে-অ্যাট হোম অর্ডারের অধীনে শহরে বসবাসকারী ঘনবসতিপূর্ণ এলাকার জনসাধারণ তাদের বাড়িতে থেকে ভোট দিতে পারবেন।
আগাম ভোটগ্রহণ প্রথমে ২৯ অক্টোবর শুরু হওয়ার কথা ছিল।
মিয়ানমারের সাধারণ নির্বাচন ২০২০ এ বছর ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। তবে ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি সরকারের ৫ বছরের মেয়াদ পূর্ণ হবে ২০২১ সালের মার্চে।
বাসস/অনু-জেজেড/২০৪৫/-এইচএন