ভারতের উত্তর প্রদেশে গুলিবিদ্ধ হয়ে বিজেপি নেতা নিহত

796

নয়াদিল্লি, ১৭ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক) : ভারতের উত্তর প্রদেশে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) স্থানীয় পর্যায়ের এক নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। শনিবার পুলিশ এ কথা জানায়। খবর সিনহুয়া’র।
শুক্রবার রাতে প্রাদেশিক রাজধানী লক্ষেèৗ শহর থেকে প্রায় ২৮৫ কিলোমিটার পশ্চিমে ফিরোজবাদ জেলায় দয়াশংকর গুপ্ত নামে পরিচিত বিজেপি নেতা নিহত হন।
এক পুলিশ কর্মকর্তা জানান, গতকাল রাতে দয়াশঙ্কর গুপ্তের উপর তিনজন বাইক চালক গুলি চালানোর পর তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তার দোকান বন্ধ করার পর তিনি মার্কেট থেকে হেঁটে যাওয়ার সময় তার ওপর হামলা চালানো হয়।
সম্ভবত গুপ্তের পরিবারের পক্ষ থেকে অভিযোগের প্রেক্ষিতে এই হত্যার ঘটনায় তিন ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা মামলাটি তদন্ত করছি এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গুপ্ত রাজনৈতিক শত্রুতার শিকার হয়েছেন। গত আগস্টে মাসে, প্রদেশের বাঘপাত জেলায় আরেক বিজেপি নেতাকে তার বাড়ির কাছে গুলি করে হত্যা করা হয়েছিল।