বাসস দেশ-২৪ : রাজধানীতে পৃথক অভিযানে ৭ জঙ্গি আটক

326

বাসস দেশ-২৪
জঙ্গি সদস্য-আটক
রাজধানীতে পৃথক অভিযানে ৭ জঙ্গি আটক
ঢাকা, ১৬ অক্টোবর, ২০২০ (বাসস) : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরির ছয় এবং আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
অ্যান্টি টেরোরিজম ইউনিটের মিডিয়া উইং এর পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শুক্রবার রাজধানীর ভাটারা থানার নর্দ্দা, ভাটারা ও বসুন্ধরা আবাসিক এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আসলাম খান জানান, খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইন সম্মেলনের প্রচারপত্র বিলির সময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরিরের ৬ সদস্য এবং আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) একজনকে গ্রেফতার করে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
এটিইউর পরিদর্শক হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এটিইউ’র একটি দল রাজধানীর নর্দ্দা, ভাটারা ও বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের ৬ সদস্যকে গ্রেফতার করেছে। হিযবুত তাহরিরের সদস্যরা হচ্ছেন, মো. সোহেল (২৯), নুর মোহাম্মদ ওরপে অরুণ ওরফে নুর (৩০), ইব্রাহিম খলিল উল্লাহ (২১), অর্ণব হাসান (২১), সাইফুর রহমান বাবর (৩০) ও নূর মোহাম্মদ শাকিল (২৬)।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৩ টি বাটন মোবাইল সেট ও অনলাইন সম্মেলনের ২৬টি পোস্টার জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন যাবত প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাতে এটিইউ’র অপর একটি দল রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মো. সোহেল রানা ওরফে সাইদুল ইসলাম সোহেল (২৬), নামে আনসারুল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্যকে আটক করেছে।
গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি এ্যান্ড্রয়েড মোবাইল সেট, একটি বাটন মোবাইল সেট, ছয়টি বিভিন্ন অপারেটরের সিম কার্ড, একটি পেনড্রাইভ ও পিডিএফ আকারে বিভিন্ন উগ্রবাদী ও উসকানিমূলক কনটেন্ট উদ্ধার করা হয়।
এটিইউ’র এ কর্মকর্তা আরও জানান, অনলাইনে উগ্রবাদ প্রচার ও প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচারের অভিযোগে তাদেরকে আটক করা হয়। এছাড়া তারা এটিবি সদস্য ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন যাবত অনলাইন প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এদিকে, আজ অ্যান্টি টেরোরিজম ইউনিট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উগ্রবাদী কার্যক্রমে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ফেসবুকে গোপনে গ্রুপ খোলা ও বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করাসহ দেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিনষ্ট, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্পাপনাসমূহ ধ্বংস ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অবিযোগে গ্রেফারকৃত হিযবুত তাহরিরের সদস্যদের বিরুদ্ধে ডিএমপি’র ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
একই অভিযোগে সোহেল রানার বিরুদ্ধে দারুস সালাম থানায় আরেকটি মামলা করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/২২৫৫/স্বব