চীনের মূল ভূখন্ডের বাইরে থেকে আসা আরো ২৪ জন করোনায় আক্রান্ত

338

বেইজিং, ১৬ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক) : চীনের মূল ভূখন্ডে বৃহস্পতিবার নতুন করে আরো ২৪ জন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তারা সকলে দেশের বাইরে থেকে এসেছে। এনিয়ে বাইরে থেকে আসা আক্রান্ত রোগির সংখ্যা বেড়ে মোট ৩ হাজার ৮৪ জনে দাঁড়ালো। শুক্রবার জাতীয় স্বাস্থ্য কমিশন একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
দেশের বাইরে থেকে আসা নতুন রোগিদের মধ্যে রয়েছে সাংহাইয়ের ১১ জন, ইনার মঙ্গোলিয়ার ৫ জন, তিয়ানজিন, জিয়াংসু ও গুয়াংদংয়ের ২ জন করে এবং ফুজি ও চংকিংয়ের ১ জন করে। কমিশনের দৈনিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
কমিশন জানায়, দেশের বাইরে থেকে আসা আক্রান্ত সকল রোগির মধ্যে ২ হাজার ৮৪৪ জন সুস্থ হয়ে উঠায় হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে ২৪০ জন হাসপাতালে ভর্তি রয়েছে।
তবে এদের মধ্যে কেউ মারা যায়নি ।