বাসস ক্রীড়া-১৮ : জুভেন্টাসের ক্ষতি ৮৯.৭ মিলিয়ন ইউরো

197

বাসস ক্রীড়া-১৮
ফুটবল-ইতালী-জুভেন্টাস-করোনা
জুভেন্টাসের ক্ষতি ৮৯.৭ মিলিয়ন ইউরো
মিলান, ১৫ অক্টোবর ২০২০ (বাসস/এএফপি): গত জুন পর্যন্ত অর্থ বছরের ইতালি জায়ান্ট জুভেন্টাসের আর্থিক ক্ষতি হয়েছে ৮৯.৭ মিলিয়ন ইউরো। বৃহস্পতিবার এই ঘোষনা দিয়েছে সিরি এ লীগ চ্যাম্পিয়নরা।
সাধারন শেয়ার ধারীদের বার্ষিক ভার্চুয়াল সাধারণ সভা তুরিনে অনুষ্ঠিত হয়। করোনার কারণে ওই অনলাইন সভায় সভাপত্বি করেন ক্লাব সভাপতি আন্দ্রেয়া আগনেলি। এই সময় সিরি এ’ লীগের নয় বারের চ্যাম্পিয়নরা জানায়, গতবারের তুলনায় এবারের ঘাটতি ৩৯.৯ মিলিয়ন ইউরো।
জুভেন্টাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,‘ ২০২০ এর ৩০ জুন পর্যন্ত আয় ব্যয়ের হিসাব অনুমোদন করেছে সাধারণ শেয়ারধারীরা। শেয়ার প্রিমিয়াম রিজার্ভ থেকে এই ঘাটতি পুরণ করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে।’
এই সময় তুরিন জায়ান্টদের নতুন কাঠামোর ষোষণাও দেয়া হয়েছে।
বাসস/এএফপি/এমএইচসি/২০১০/স্বব