হবিগঞ্জে রবীন্দ্র-নজরুলের প্রয়াণ দিবস উপলক্ষে আঁধার চেরা আলোর ঝলক

842

হবিগঞ্জ, ৩ আগস্ট, ২০১৮ (বাসস) : বিশ্বকবির রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৭তম প্রয়াণ দিবস এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘আঁধার চেরা আলোর ঝলক’ শিরোনামে অন্ষ্ঠুানমালার আয়োজন করে আমাদের গল্পকথা হবিগঞ্জ। শুক্রবার সারাদিন হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠানমালায় ছিল কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও স্মরণসভা।
শুক্রবার সকাল থেকে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিকেলে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।
আমাদের গল্পকথা হবিগঞ্জের প্রধান সমন্বয়ক আশীষ কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন কবি ও গবেষক অধ্যাক নৃপেন্দ্র লাল দাস। বিশেষ অতিথি ছিলেন, লেখক ও লোকগবেষক অধ্যাপক জাহানারা খাতুন, কবি তাহমিনা বেগম গিনি, নাট্যকার ও কবি রুমা মোদক প্রমুখ।
পরে অতিথিবৃন্দ কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।