বাসস বিদেশ-৪ : ইমারসন এমনানগাগওয়া জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত

146

বাসস বিদেশ-৪
জিম্বাবুয়ে-প্রেসিডেন্ট
ইমারসন এমনানগাগওয়া জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত
হারারে, ৩ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : রবার্ট মুগাবের সাবেক মিত্র জিম্বাবুয়ের প্রেসিডেন্ট ইমারসন এমনানগাগওয়া দেশটির ঐতিহাসিক নির্বাচনে অল্প ভোটের ব্যাবধানে বিজয়ী হয়েছেন।
শুক্রবার ভোরে নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে। গত ৩০ জুলাই এই নির্বাচন অনুষ্ঠিত হয় ।
বিরোধী পক্ষ নির্বাচনে জালিয়াতির অভিযোগ আনায় বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশক্সক্ষায় নিরাপত্তা বাহিনী রাস্তায় টহল দিচ্ছে।
এমনানগাগওয়া নির্বাচনে ৫০.৮ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, প্রতিদ্বন্দ্বী নেলসন চামিছা পেয়েছেন ৪৪.৩ শতাংশ ভোট। জিম্বাবুয়ের নির্বাচন কমিশন (জেডইসি) একথা জানায়।
জেডইসি চেয়ারম্যান প্রিসিল্লা চিগুমম্বা ক্ষমতাসীন জানু-পিএফ পার্টির নেতা ইমারসন নানগাগওয়াকে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা দেন ।
ভোট জালিয়াতি ও কারচুপির অভিযোগে বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ (এমডিসি) বিক্ষোভ শুরু করলে বুধবার সৈন্যদের গুলিতে ৬ জন মারা যায়।
নির্বাচনের ফলাফল ঘোষণার আগে সৈন্য ও পুলিশ সেন্ট্রাল হারারে থেকে লোকজন সরিয়ে দেয়। এমডিসি বারবার এই নির্বাচনে ভোট চুরির অভিযোগ করে আসছে।
বাসস/এএফপি/এমএবি/১২৩০/কেকে