বাসস রাষ্ট্রপতি-২ : রাষ্ট্রপতির সঙ্গে স্যার ফজলে হাসান আবেদের সাক্ষাৎ

386

বাসস রাষ্ট্রপতি-২
আবদুল হামিদ-আবেদ-ব্রাক
রাষ্ট্রপতির সঙ্গে স্যার ফজলে হাসান আবেদের সাক্ষাৎ
ঢাকা, ২ আগস্ট, ২০১৮ (বাসস) : রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আজ বিকেলে বঙ্গভবনে ব্রাক এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসস’কে জানান, বৈঠকে স্যার আবেদ রাষ্ট্রপতিকে ব্রাক এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
ব্রাক দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে স্যার আবেদ রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, ব্রাক সমন্বিত উপায়ে দেশের হাওর অঞ্চলে উন্নয়নের জন্য কাজ করছে এবং বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করছে।
ব্রাকের ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশের দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্য সেবায় বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য এবং হাওর অঞ্চলে চক্ষু চিকিৎসা শিবির স্থাপনের জন্য ব্রাক কর্তৃপক্ষকেপরামর্শ দেন।
আবদুল হামিদ বিভিন্ন প্রেরণামূলক কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্যও ব্রাক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
বাসস/এসআইআর/আরজি/২০১০/-আসচৌ