বাসস বিদেশ-৮ : বেলারুশের বিরোধী নেতার সাথে আলোচনায় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন মাখোঁ

319

বাসস বিদেশ-৮
বেলারুশ-রাজনীতি-ফ্রান্স
বেলারুশের বিরোধী নেতার সাথে আলোচনায় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন মাখোঁ
ভিলনিয়াস, ২৯ সেপ্টেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ মঙ্গলবার বেলারুশের বিরোধী দলীয় নেতা স্বেতলানা তিখানোভস্কায়ান সঙ্গে বৈঠকে দেশটির রাজনৈতিক সঙ্কট সমাধানে মধ্যস্থতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
মাখোঁ লিথুয়ানিয়া সফরকালে তিখানোভস্কায়ান সঙ্গে বৈঠকে আলোচনার পরে সাংবাদিকদের বলেন,‘আমরা ইউরোপীয়রা মধ্যস্থতায় সহায়তা করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।’
তিখনভস্কায়া বলেন,‘তিনি আমাদের দেশে এই রাজনৈতিক সঙ্কটে সহায়তায় মধ্যস্থতা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন।’
মাখোঁর সঙ্গে তিখনভস্কায়ার এই উচ্চ পর্যায়ের বৈঠকটি ছিল শক্তিশালী প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে ৯ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের দাবিতে। এর আগে তিখনভস্কায়া ইইউর পররাষ্ট্রমন্ত্রী এবং পোল্যান্ড ও লিথুনিয়ার নেতাদের সাথে সাক্ষাত করেছেন।
নির্বাচনের পর থেকে অব্যাহত গণ-বিক্ষোভ কঠোর হিং¯্রতার মুখোমুখি হয়েছে।
বাসস/অনু- জেজেড/২৩৪৪/এবিএইচ