অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে আরেফিন সিদ্দিকের শোক

746

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন মাহবুবে আলম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ছিলেন। তার সাথে কাজ করার সুযোগ হয়েছিলো। অ্যাটর্নি জেনারেলের মতো গুরুত্বপূর্ণ ও ব্যাস্ত দায়িত্ব পালনের পরও তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজনে সময় দিয়েছেন ও আইনগতভাবে নানা রকম সহযোগিতা করেছেন।’
তিনি বলেন,‘অ্যাটর্নি জেনারেলের এই মৃত্যু শুধু আইন অঙ্গনে নয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রে যে শূন্যতা সৃষ্টি করেছে, তা পূরণ হওয়ার নয়। দেশে যখন অগণতান্ত্রিকভাবে সেনা শাসন ছিলো, তখন তিনি পেশাজীবীদের নেতৃত্ব দিয়ে গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি ও একই সাথে সদালাপী মানুষ ছিলেন।’
মাহবুবে আলমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।