বাসস বিদেশ-৫ : নাগর্নো কারাবাখে ‘সামরিক আইন’ জারি

183

বাসস বিদেশ-৫
আর্মেনিয়া-আজারবাইজান-যুদ্ধ
নাগর্নো কারাবাখে ‘সামরিক আইন’ জারি
ইয়েরেভান, ২৭ সেপ্টেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): নাগর্নো কারাবাখের কর্তৃপক্ষ রোববার দেশটিতে সামরিক আইন জারি এবং সক্ষম সব নাগরিককে সামরিক বাহিনীতে সমবেত হতে বলা হয়েছে। খবর সিনহুয়া’র।
কারাবাখের প্রেসিডেন্ট আরাইক হারুর্ত্যউনয়ান ছিটমহলের মূল শহর স্টেপানকেয়ার্টে এক জরুরী সংসদীয় অধিবেশনে বলেন, ‘আমি সামরিক আইন ঘোষণা করেছি এবং যারা সামরিক কাজের জন্য যারা উপযুক্ত এবং ১৮ বছরের বেশি বয়স্কদের একত্রিত হওয়ার ঘোষণা দিচ্ছি।’
এদিকে, কারাবাখকে ফ্রন্টলাইনকে কেন্দ্র করে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে ভয়াবহ লড়াইয়ে বেসামরিক হতাহতের খবর পাওয়া গেছে।
বাসস/অনু-জেজেড/আরজি/২১২৮/আরজি