বাজিস-১১ : থানচিতে স্বল্প মূল্যের খাদ্য সহায়তা পেলেন ৪শত পরিবার

113

বাজিস-১১
বান্দরবান-খাদ্য- সহায়তা
থানচিতে স্বল্প মূল্যের খাদ্য সহায়তা পেলেন ৪শত পরিবার
বান্দরবান, ২৭ সেপ্টেম্বর,২০২০(বাসস): “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ” এ প্রতিপাদ্য নিয়ে বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলায় চারশত পরিবারকে স্বল্প মূল্যের খাদ্য শস্য দিয়েছে উপজেলা খাদ্য অধিদপ্তর ।
আজ সকা ১০টায় ল উপজেলা সদরের এম রহমান স্টোর এর প্রাঙ্গণে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল হক মৃদুল খাদ্য শস্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ।
এ সময় থানচি খাদ্য গুদামে ইনস্পেক্টর অনুপম চাকমা, থানচি সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার চাইসিংউ মারমা উপস্থিত ছিলেন ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল হক মৃদুল জানান, নোভেল করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন ও হতদরিদ্র পরিবারের জন্য সরকারী সহায়তায় স্বল্প মূল্যে খাদ্যবন্ধব কর্মসূচী চালু করেছে। এরই অংশ হিসেবে আজ চারশত পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
হতদরিদ্র প্রতিটি পরিবার প্রতি কেজি চাল ১০ টাকা করে প্রতি মাসে কার্ড প্রতি ৩০ কেজি চাল ক্রয় করতে পারবেন বলে জানান তিনি।
বাসস/সংবাদদাতা/১৪৪০/নূসী