বাসস বিদেশ-৫ : আফগানিস্তানে রাস্তার ধারে পেতে রাখা বোমায় নিহত ২, আহত ৪

123

বাসস বিদেশ-৫
বোমা-আফগানিস্তান
আফগানিস্তানে রাস্তার ধারে পেতে রাখা বোমায় নিহত ২, আহত ৪
কুন্দুজ (আফগানিস্তান), ২৬ সেপ্টেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে শনিবার একটি রাস্তার ধারে পেতে রাখা বোমার বিষ্ফোরণে দু’জন নিহত এবং অপর অন্তত চারজন আহত হয়েছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র ইসমাতুল্লাহ মুরাদি শনিবার এ কথা জানান। খবর সিনহুয়া’র।
মুরাদি সাংবাদিকদের বলেন, আলী আবাদ জেলায় সকালে বিস্ফোরণে দু’জন বেসামরিক নাগরিক নিহত ও চারজন আহত হয়েছে। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।
তিনি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে অপর এক কর্মকর্তা তালেবান জঙ্গিদের নিরাপত্তা বাহিনীর যানবাহন লক্ষ্য করে রাস্তায় বোমা পুতে রাখার অভিযোগ করেন।
তালেবান জঙ্গিরা মূলত: রাস্তার ধারে পেতে রাখা ও আত্মঘাতী বোমা হামলা চালিয়ে থাকে। তারা কাশ্মীর প্রদেশের কিছু এলাকা এবং রাজধানী কাবুলের আড়াইশ’ কিলোমিটার উত্তরে তাদের তৎপরতা তীব্র করে তুলেছে। তবে তারা এখনও এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
বাসস/জেজেড/১৬১৫/-জেহক