কুড়িগ্রামে ১ হাজার ৩৭৬ কোটি টাকার প্রকল্পের কাজ চলমান রয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

257

কুড়িগ্রাম, ২৫ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, কুড়িগ্রামে ৩টি প্রকল্পে ১ হাজার ৩৭৬ কোটি টাকার প্রকল্পের কাজ চলমান রয়েছে। এছাড়া ৭১৪ কোটি এবং ৩৮৩ কোটি টাকার আরো ২টি প্রকল্প গ্রহণ করা হবে। এ সব নদী শাসন সফল হলে তীরভাঙ্গন থেকে এলাকাবাসী রক্ষা পাবে।
আজ দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার মাগলাবাসার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
তিনি আরও বলেন, “নদী শাসনের জন্য ২১ টি প্রকল্প নিয়ে দাতা দেশগুলোকে উন্মুক্ত প্রস্তাব দেয়া হয়েছে। তিস্তা নিয়ে চীন আগ্রহ দেখিয়েছে। তাদের সাথে আলোচনা করে চূড়ান্ত হলে ইআরডি আমাদের জানাবে।”
এসময় সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, অধ্যাপক এম এ মতিন ও মো: আসলাম হোসেন সওদাগর, অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আমিনুল হক, জেলা প্রশাসক রেজাউল করিম এবং পুলিশ সুপার মহিবুল ইসলাম খান উপস্থিত ছিলেন।