জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘শিশুদের সাইবার অপরাধ থেকে সুরক্ষা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

632

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২০ (বাসস): জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত “শিশুদের সাইবার অপরাধ থেকে সুরক্ষা’’ শীর্ষক কর্মশালা আজ জুম অনলাইনে অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণ কর্মশালায় কমিউনিটি বেতার এবং বেসরকারি টেলিভিশনের গণমাধ্যম কর্মীসহ মোট ৩৫ (পয়ত্রিশ) জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহিন ইসলাম উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ।
এ কর্মশালায় সম্পদব্যক্তি (রিসোর্চ পারসন) হিসেবে অংশ নেন এ এইচ এম বজলুর রহমান, সিইও, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এবং মো: নাজমুল হক, সাবেক অধ্যাপক, ইনস্টিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চ (আইইআর), ঢাকা বিশ্ববিদ্যালয়।
কর্মশালাটি সঞ্চালনা করেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) মো: নজরুল ইসলাম।
এ প্রশিক্ষণ কর্মশালায় শিশুদের সাইবার অপরাধ থেকে সুরক্ষাকল্পে সুশিল সমাজ, নীতি-নির্ধারক, প্রশাসক, অভিবাবক এবং গণমাধ্যম কর্মীদের ভূমিকা বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় তথ্য ও প্রযুক্তি সম্পর্কিত এবং কারিগরি কাজের তত্ত্বাবধান করেন প্রোগ্রামার মোহা: আব্দুস সালাম এবং ব্ল্যাপোর্টর হিসেবে দায়িত্ব পালন করেন মো. ফাইম সিদ্দিকী, গবেষণা কর্মকর্তা।