বাসস ক্রীড়া-১২ : আইপিএলের ধারাভাষ্যকাররা

193

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-আইপিএল
আইপিএলের ধারাভাষ্যকাররা
আবু ধাবি, ১৮ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : আগামীকাল সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-২০ টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য ৯০ সদস্যের ধারাভাষ্যকারের তালিকা প্রকাশ করেছে স্টার স্পোর্টস কর্তৃপক্ষ। এবারের আইপিএলে মোট ছয়টি ভাষায় খেলা সম্প্রচারের পরিকল্পনা রয়েছে টিভি চ্যানেলটির।
এই টুর্নামেন্ট দিয়ে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হচ্ছে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জেপি ডুমিনির।
২০১৯ ওয়ানডে বিশ্বকাপ দিয়ে ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানান ডুমিনি, আইপিএল দিয়ে নতুন ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন।
ডুমিনির সাথে ধারাভাষ্যকার প্যানেলে আছেন অভিজ্ঞরা। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো- সুনীল গাভাস্কার, কুমার সাঙ্গাকারা, হার্শা ভোগলে, সাইমন ডুল, ইয়ান বিশপ, মাইকেল স্লেটার, ড্যানি মরিসন, দীপ দাসগুপ্ত, রোহান গাভাস্কার, পমি এমবঙ্গায়া, ড্যারেন গঙ্গা, শিবরামকৃষ্ণ, মুরালি কার্তিক, কেভিন পিটারসেন, আঞ্জুম চোপড়া, লিসা থালেকার, মার্ক নিকোলাস, আকাশ চোপড়া, ইরফান পাঠান, গৌতম গম্ভীর, আশিষ নেহরা, নিখিল চোপড়া, সন্দ্বীপ পাতিল, সঞ্জয় বাঙ্গার, অজিত আগারকার এবং কিরন মোরে।
কাল বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও রানার্স-আপ চেন্নাই সুপার কিংস।
বাসস/এএমটি/২০০০/স্বব