বাসস ক্রীড়া-১১ : ফ্রেঞ্চ ওপেনে খেলবেন না ওসাকা

197

বাসস ক্রীড়া-১১
টেনিস-ওসাকা
ফ্রেঞ্চ ওপেনে খেলবেন না ওসাকা
প্যারিস, ১৮ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : ইনজুরির কারনে ফরাসি ওপেন টেনিস টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিলেন জাপানের নাওমি ওসাকা।
গেল সপ্তাহে নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের শিরোপা জিতেছেন ওসাকা। তৃতীয়বারের মত গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জিতেন তিনি।
ইউএস ওপেন শুরুর আগেই ইনজুরিতে পড়েছিলেন ওসাকা। তারপরও দুর্দান্ত পারফরমেন্স করে শিরোপার স্বাদ নেন তিনি।
তবে এবার আর পারলেন না। আসন্ন ফ্রেঞ্চ ওপেন থেকে নিজের নাম সরিয়ে নিলেন র‌্যাংকিংএ তৃতীয়স্থানে থাকা ওসাকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে ২২ বছর বয়সী ওসাকা লিখেন, ‘এবারের ফ্রেঞ্চ ওপেনে আমি খেলতে পারছি না। আমার হ্যামস্ট্রিংএর ব্যথাটা এখনও আছে।’
আগামী ২৭ সেপ্টেম্বর থেকে প্যারিসে শুরু হবে ফ্রেঞ্চ ওপেন। গেল ২৪ মে থেকে শুরু হবার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে টুর্নামেন্টটি চার মাস পর হচ্ছে।
বাসস/এএমটি/১৯৫৫/স্বব