বাসস বিদেশ-১১ : আফগানিস্তানে হামলায় বিশ্ববিদ্যালয়ের প্রভাষকসহ নিহত ৩

344

বাসস বিদেশ-১১
আফগানিস্তান-হামলা
আফগানিস্তানে হামলায় বিশ্ববিদ্যালয়ের প্রভাষকসহ নিহত ৩
জালালবাদ, আফগানিস্তান, ১৫ সেপ্টেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় দুটি প্রদেশে জঙ্গিরা গুলি চালিয়ে বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষকসহ তিনজনকে হত্যা করেছে। দেশটির কর্মকর্তারা মঙ্গলবার এ কথা জানান। খবর সিনহুয়া’র।
স্থানীয় সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানী সিনহুয়াকে বলেন, একটি ঘটনায়, বন্দুকধারীরা নানগরহার প্রদেশের খোগিয়ানী জেলায় বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষকের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে।
ওই মুখপাত্র জানান, গুলিতে নিহত ওই ব্যক্তি নানগরহার বিশ্ববিদ্যালয়ের সাহিত্য অনুষদের প্রভাষক ছিলেন।
স্থানীয় সরকারের মুখপাত্র দিদার লাউয়াং সিনহুয়াকে বলেন, পার্শ্ববর্তী লোগার প্রদেশে সোমবার রাতে মোহাম্মদ আগা জেলার জেলা প্রধান ওয়াইস আবদুল রহিম জাইয়ের বাড়িতে সন্ত্রাসীরা প্রবেশ করে বরকি বরাক জেলার জেলা প্রধানের ভাই ও এক নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করে।
মুখপাত্র আরও জানান, হামলার সময় জেলা প্রধান বাড়িতে ছিলেন না।
তালেবান জঙ্গি সংগঠন সাম্প্রতিক বছরগুলিতে বেসামরিক নাগরিক ও সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি উদ্দেশ্য প্রণোদিত হামলা চালিয়েছে। সশস্ত্র দলটি সরকারি, ন্যাটো ও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সেনাদের জন্য কাজ করা যে কাউকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করে।
বাসস/অনু-জেজেড/২২৪২/আরজি