বাসস ক্রীড়া-১১ : কঠিন চ্যালেঞ্জ আশা এন্ডারসনের

426

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-ভারত-ইংল্যান্ড-টেস্ট
কঠিন চ্যালেঞ্জ আশা এন্ডারসনের
লন্ডন, ৩১ জুলাই, ২০১৮ (বাসস) : আগামীকাল ভারতের বিপক্ষে শুরু হওয়া টেস্ট সিরিজে ভারতের কাছ থেকে কঠিন চ্যালেঞ্জ আশা করছেন ইংল্যান্ড পেসার জেমস এন্ডারসন। চার বছর আগে ইংল্যান্ড সফরে ধুকতে থাকা ভারতীয়রা ৩-১ ব্যবধানে সিরিজ হেরেছিল।
তবে দারুন ভাবে উন্নতি করা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির অধিনায়কত্বে আসন্ন ৫ ম্যাচের টেস্ট সিরিজে তখনকার মত পরিস্থিতি থাকবে না বলে মনে করছেন এন্ডারসন। আগামী বুধবার এজবেস্টনে শুরু হচ্ছে সিরিজটি।
চার বছর আগে কোহলির বাজে ব্যাটিংয়ের কারণেই ভারতকে ৩-১ ব্যবধানে সিরিজ হারতে হয়েছিল। সিরিজে চার বারউ এন্ডারসনের শিকার হয়েছিলেন কোহলি।
দুই দলের ফের মোকাবেলায় কোহলির বিপক্ষে এমন ধারা বজায় রাখতে পারবে কিনা স্কাই স্পোর্টসের প্রশ্নের জবাবে এন্ডারসন বলেন, ‘বাস্তবে সম্ভব না। ঘটনাটি অনেক আগের। এরপর অনেকগুলো ক্রিকেট ম্যাচ হয়ে গেছে। তিনি (কোহলি) তখনকার তুলনায় এখন অনেক বেশী পরিপক্ক। আপনি অতীতকে টেনে আনতে পারবেননা। অতীত নিয়ে আপনি বর্তমানকে হিসেবে ধরতে পারবেননা। এই সপ্তায় ওই ঘটনা আমাকে সহায়তা করতে পারবেনা। এখন বিবেচনা করতে হবে আগামী ছয় সপ্তাহে আমি এবং দল কেমন করছে সেটি।’
২০১৪ সালের সিরিজে ২৫ উইকেট সংগ্রহ করেছিলেন এন্ডারসন। আসন্ন সিরিজে ওই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে পারলে তিনি হয়তো ফাস্ট বোলার হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক তারকা গ্লেন ম্যাকগ্রার গড়া সর্বাধিক টেস্ট উইকেট সংগ্রহের রেকর্ডটিই ভেঙ্গে দিতে পারবেন। বর্তমানে এন্ডারসনের সংগ্রহে রয়েছে ৫৪০ উইকেট। ম্যাকগ্রার চেয়ে ২৩ উইকেট কম।
যদিও কোহলির নেতৃত্বে ভারতীয় মেধাবী ব্যাটসম্যানদের লাইন-আপ ভাঙ্গার দিকেই সম্পুর্ন মনোযোগ দিয়ে রেখেছেন এন্ডারসন। এর মাধ্যমে ধারাবাহিকভাবে হারতে থাকা ইংলিশরা চতুর্থ সিরিজে এসে প্রথম জয় নিশ্চিত করতে চায় ।
এন্ডারসন বলেন,‘ এখন আমাদেরকে দুর্দান্ত পারফর্মেন্স প্রদর্শন করতে হবে। কোহলি অসাধারণ এক ব্যাটসম্যান। প্রতি বছরই তার উন্নতি হচ্ছে। সত্যিকার অর্থে তাদের ব্যাটিং লাইনআপ অত্যন্ত শক্তিশালী। তাদেরকে হারাতে হলে আমাদেরকে সেরা নৈপুন্য প্রদর্শন করতে হবে।’
উল্লেখ্য চলতি সফরের শুরুতে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় করলেও একই টি২০ সিরিজ হেরেছে ইংলিশরা।
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৯০৫/স্বব